muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভুল চিকিৎসায় মৃত্যু, দায় নিতে নারাজ ডা. সংযুক্তা

ভুল চিকিৎসায় মৃত্যু, দায় নিতে নারাজ ডা. সংযুক্তা

ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের দায় এড়িয়ে গেলেন সেন্ট্রাল হাসপাতালের গাইন ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. সংযুক্তা সাহা। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে রোগীকে প্রলুব্ধ করাকে অনৈতিক মনে করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর পরীবাগে নিজ বাসায় মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

দীর্ঘদিন সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দিলেও তার নামে রোগী ভর্তির ব্যাপারে ডা. সংযুক্তা সাহা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের আন্দোলন ছিল নরমাল ডেলিভারির। বেশি বেশি রোগী ভর্তি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বাহ বাহ দিতেন। কিন্তু আঁখির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আমার ওপর দায় চাপিয়ে পার পেতে চাচ্ছে। তারা আমার নাম ব্যবহার করে রোগী ভর্তির ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন। এখন তারা নিজেদের স্বার্থে আমার ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।’

তিনি বলেন, ‘যেখানে আমি দেশেই ছিলাম না সেখানে কেন আমি দায়ী হব? রোগীদের কেন তারা বলেননি যে আমি নেই। আমি একজন কনসালট্যান্ট, সেখানে রাত সাড়ে ১০টার দিকে বের হয়েছি।’

সোশ্যাল মিডিয়ায় প্রচারণা অনৈতিক মনে করেন কি না জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘এটি সচেতনতার জন্য করা হয়। বিএমডিসির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রুলস নেই।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে রোগীর গোপনীয়তা প্রকাশের ব্যাপারে ডা. সংযুক্তা সাহা বলেন, সেটি রোগীর নিজের ব্যাপার। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

একজন চিকিৎসকের পক্ষে এত রোগী দেখা সম্ভব কি না- জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘আমি একা এগুলো করি না। আমাদের টিম দ্বারা হয়ে থাকে। ’

আঁখির ও তার নবজাতকের মৃত্যুতে আপনি পুরোপুরি দায় এড়াচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে ডা. সংযুক্তা সাহা বলেন, ‘দায় এড়িয়ে গেলে তো আর মিডিয়ায় কথা বলতাম না। কিন্তু যেখানে আমি হাসপাতালে ছিলাম না, সেখানে আমার নামে রোগী ভর্তি করা হলে কেন আমি দোষী হব?’

উল্লেখ্য, গত ৯ জুন প্রসবব্যথা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে আঁখিকে ভর্তি করা হয়। কিন্তু সেই সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। একপর্যায়ে আঁখি সেন্সলেস হয়ে যান। এমন অবস্থায় ডেলিভারি করলে হার্টবিট বন্ধ হয়ে আইসিউতে মারা যায় নবজাতকটি।

ঘটনার পর আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান মা ইডেন কলেজছাত্রী মাহবুবা রহমান আঁখিও।

Tags: