muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাবি শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় দুজন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় জেলার বাগমারা উপজেলার শ্রীপুর থেকে দুজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভোরে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম (৬৩) ও তার ছেলে বাগমারা কলেজের একাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

আটক আবদুল হাকিমের ছোট ভাই ইসহাক আলী ও শ্রীপুর গ্রামের বাসিন্দারা জানান, আবদুল হাকিমের বড় ছেলে শরিফুল ইসলাম (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। সে দেড় বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন। তার কোনো খোঁজখবরও জানে না পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়েও যায় না শরিফুল। এ কারণে তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

ইসহাক আলী আরো জানান, আজ ভোরে তার ভাই আবদুল হাকিম ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির পাশের মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১৫ থেকে ১৬ জনের একদল লোক বাড়িতে প্রবেশ করে। তারা আবদুল হাকিম ও তার ছোট ছেলে আরিফুল ইসলামকেও অটক করে নিয়ে যায়। এ সময় তার বাড়ির সবার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ে মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাগমারা থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সময় প্রত্যক্ষদর্শীদের কেউ না কেউ দেখেছেন। তবে নানা কারণে প্রত্যক্ষদর্শীদের কোনো বর্ণনা পাওয়া যাচ্ছে না। কেউ মুখ খুলছে না। গোপনে হোক, কিংবা অন্য কোনো উপায়ে প্রত্যক্ষদর্শীদের ঘটনার বর্ণনা ও কাউকে চিহ্নিত করতে পারলে তা পুলিশকে জানানো উচিত। এ ক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের সার্বিক নিরাপত্তা ও নাম ঠিকানা গোপন রাখারও অঙ্গীকার করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় শিক্ষক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তিনজনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত শিবির নেতা হাফিজুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি দুজনের রিমান্ডের শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/29-04-2016/মইনুল হোসেন

Tags: