muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কুতুপালং ক্যাম্পের ইউসুফ আলীর ছেলে হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ, রুহুল আমিন এবং বালুখালী ক্যাম্পের নুরুল আলম। আহতদের মধ্যে দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে এবং একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Tags: