muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কয়লা এল মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রেও

কয়লা এল মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রেও

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছে ‘এমভি নাভিউস আম্বর’ নামে একটি জাহাজ। আজ শুক্রবার বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে জাহাজটি নোঙর করেছে।

পানামার পতাকাবাহী ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে সাড়ে ১২ মিটার ড্রাফটের এই জাহাজটি বাংলাদেশে এসেছে। বন্দরের পাইলট মো. মাসুদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এটি এ বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ।

গত দুই মাসে কয়লাবাহী পাঁচটি জাহাজ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আসল। এর আগে আসা চারটি বড় জাহাজে মোট কয়লা আসে ২ লাখ ৫৬ হাজার ৫২০ টন। সব মিলে পাঁচ দফায় পাঁচটি জাহাজে এই বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আসল ৩ লাখ ২০ হাজার ৮২০ টন। ৬৩ হাজার টন কয়লা নিয়ে ২৫ এপ্রিল মাতারবাড়ীতে ভিড়ে প্রথম জাহাজ।

এর আগে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা নিয়ে নোঙর করেছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি আথেনা। জাহাজটি ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২৯৭ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে। এর ফলে, আগামী রোববার থেকে পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

Tags: