muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মসজিদ থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলের

মসজিদ থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলের

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। উপজেলার ঘাটাইল-ভরাডোবা সড়কের মেদুয়ারী বাকসাকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সদরের ইব্রাহিম খলিলের ছেলে মাওলানা খাইরুল ইসলাম (২৮) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভরাডোবা ঘাটাইল সড়কে বাকসাতরা মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহত খাইরুল ইসলাম স্থানীয় কাহালগাও নতুন বাজারে একটি মসজিদে ইমামতি করতেন। শুক্রবারে নামায পড়িয়ে তার ভাড়া বাসা মেদুয়ারীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক খাইরুল ও মোটরসাইকেলের পিছনে থাকা তার ছেলে নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags: