muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

আমের ট্রেনে ঢাকা পৌঁছাবে কোরবানির গরু

আমের ট্রেনে ঢাকা পৌঁছাবে কোরবানির গরু

চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বছরও কোরবানির পশু কম খরচে ঢাকায় নেয়ার ব্যবস্থা রাখছে রেল বিভাগ। তবে এবার আলাদাভাবে থাকছে না ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আলাদা ওয়াগনে পরিবহন করা হবে কোরবানির পশু।

শনিবার (২৪ জুন) থেকে কোরবানির পশু এই ট্রেনে পরিবহন করা হবে। টানা তিন দিন (২৪ থেকে ২৬ জুন পর্যন্ত) এ সুবিধা চালু রাখবে বিশেষায়িত ট্রেনটি।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, ম্যাংগো স্পেশাল ট্রেনে আলাদা তিনটি ওয়াগনজুড়ে দিয়ে ঢাকায় কোরবানির পশু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া হবে ১১ হাজার ৮৩০ টাকা। এসব স্টেশন থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে আলাদাভাবে একটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, প্রাথমিকভাবে ৩টি ওয়াগনে কোরবানির পশু পরিবহনের সিদ্ধান্ত হয়েছে। তবে খামারি ও ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনে ওয়াগন বাড়ানো হবে।

Tags: