সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সংগ্রাম অর্জন গৌরবের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ বছর পূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) ভৈরব বাজার শহরস্থ আওয়ামী লীগ কার্যালয় সন্ধ্যা ৭ টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু 'র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান,প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান এর সাবেক সহকারী একান্ত সচিব এপিএস-৩ সাখাওয়াত উল্লাহ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শেফাত উল্লাহ ,উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাংবাদিক এম.আর.সোহেল, শ্রম বিষয়ক সম্পাদক আসিফ উল্লাহ আবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজমুল হক রুবেল, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদ, মো: আরমান উল্লাহ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ আমির হামজা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ওরফে রিয়াদ মিয়া, পৌর ছাত্র লীগের সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, হাজী আসমত সরকারি কলেজ শাখা ছাত্র লীগের মানবিক বিভাগ ক্লাস কমিটি সভাপতি তরুণ লেখক সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী আক্তার, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে বলে পরপর দুইবার ক্ষমতায় গিয়ে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ গড়ে ওঠার পর জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ সাংগঠনিকভাবে যেমন স্বয়ংসম্পন্ন, দেশ উন্নয়নেও স্বয়ংসম্পূর্ণ। ভৈরব উপজেলা আওয়ামী লীগ আজ সেই রূপ রেখায় অতিবাহিত করছে। ভৈরবে আওয়ামী লীগ গত ৩ বছরে তিনটি বিজয় ছিনিয়ে এনেছে শুধু ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে ওঠার কারণে। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও পৌর নির্বাচনে ভৈরব আওয়ামী লীগ সুসংগঠিত প্রমাণ করেছে। তাই আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যহত রাখার আহ্বান জানান। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে খাওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।