muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ময়মনসিংহে দু’দফা লাইনচ্যুত ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

ময়মনসিংহে দু’দফা লাইনচ্যুত ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন দু’দফা লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে প্রথম দফায় এবং আজ রোববার সকাল ৮টার দিকে দ্বিতীয় দফায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল ট্রেনটি। কোরবানির গরু বোঝাই ট্রেনটি রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাওয়ার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্যাটল ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে। তবে কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

Tags: