গোপালগঞ্জের মুকসুদপুরে র্যাবের বহনকারী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল মোমিন ও রাশেদ হাওলাদার নামের দুই র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও দুই র্যাব সদস্যসহ মোট তিনজন।
রোববার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- র্যাব সদস্য মিলন, র্যাবের কার্পেন্টার আবুল কালাম ও স্থানীয় অটোভ্যান যাত্রী আকমল।
মুকসুদপুর থানা পুলিশের ওসি মো. আবু বকর মিয়া বলেন, র্যাব-৬ খুলনার একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে পুরাতন মুকসুদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন র্যাব সদস্য ও একজন ভ্যানযাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য রবিউল মোমিনকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। বাকি আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে কিন্তু চালক এবং হেলপার পালিয়ে গেছে।