রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলাবার রাত ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভবনের প্রায় সকলকে বের করে আনার চেষ্টা করা হয়েছে।
Tags: