muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে।তবে ৮৮৯ দশমিক ৫ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৯২তম স্থানেই আছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে ফিফা।

গত ৬ এপ্রিল ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮৮৩ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানে ছিল বাংলাদেশ।

চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর সেমিতে উঠল বাংলাদেশ।গ্রুপ পর্বে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভূটানকে হারিয়ে সেমিতে উঠে বাংলাদেশ। দুটি জয়ের সুবাদে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

বাংলাদেশের ঠিক উপরেই থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১ দশমিক ১২।১৮৪৩ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৪৩ দশমিক ৫৪। ১৮২৮ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

Tags: