গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত প্রাইভেটকার চালক মিজানুর রহমান কুমিল্লার দাউদকান্দি আলীপুর এলাকার ও আবুল বাশার ঢাকা খিলক্ষেত এলাকার বাসিন্দা।
শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌঁছালে পলাশবাড়ী এক্সপ্রেস নামক ঢাকাগামী বাসটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে কারটি দুমড়ে মুচড়ে গিয়ে মিজানুর ও বাশার নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।