muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নোয়াখালীতে পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর

নোয়াখালীতে পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর

নোয়াখালীতে একদিনে পৃথক ঘটনায় পানিতে পড়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার কোম্পানীগঞ্জের গাংচিল, কবিরহাটের চাপরাশিরহাট, সূবর্ণচরের থানারহাট ও হাতিয়ার নলচিরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩), কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের দুই ছেলে রিশাদ (৯) ও রিশান (৭) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫), সূবর্ণচর উপজেলার থানারহাট এলাকার দুই বোন রিয়া মনি (১২) ও দিয়া মনি (১০)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড়ভাই রিশাদ পুকুরে পা পিছলে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, বাড়ির সবার অগোচরে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহত দুই শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে গত দুই দিনে নোয়াখালীর সূবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

Tags: