muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাঙ্গাইলে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকালে জেলার ধনবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডুয়াইল গ্রামের ওয়াজেদ আলী (৪০) ও একই এলাকার আব্দুল হালিম (৩২)।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, বুধবার সকালে জামালপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধনবাড়ী উপজেলার সাত্তারকান্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: