muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় আইসল্যান্ডে ২২০০ বার ভূমিকম্প

২৪ ঘণ্টায় আইসল্যান্ডে ২২০০ বার ভূমিকম্প

আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে করে আগ্নেয়গিরি থেকে লাভার উদগিরণ শুরু হতে পারে বলে গতকাল বুধবার দেশটির আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে। খবর খালিজ টাইমস ও হিন্দুস্তান টাইমসের।

আইএমও-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ভূমিকম্প শুরু হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ফাগরাদশপিয়াচ পাহাড়ের নিচে। একটি আগ্নেয়গিরির ওপর অবস্থিত এই ফাগরাদশপিয়াচ।

দেশটির আবহাওয়া অফিস জানায়, অন্তত ২ হাজার ২০০ বার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে এবং আইসল্যান্ডের দক্ষিণপশ্চিম অংশে বৃহৎ কম্পন অনুভূত হয়েছে। পরবর্তীতে আরও ভুমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আইএমওর তথ্য বলছে, এসব ভূমিকম্পের মধ্যে সাতটির মাত্রা ৪-এর বেশি ছিল, যা মৃদু ভূমিকম্প হিসেবে বিবেচিত। এই ভূমিকম্পের ফলে দেশটিতে বিমান চালনাসংক্রান্ত সতর্কতা ‘সবুজ’ থেকে ‘হলুদ’ করা হয়।

এর আগে ২০১০ সালের এপ্রিলে ইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরির ব্যাপক অগ্ন্যুৎপাতের কারণে এক লাখ ফ্লাইট বাতিল করা হয়েছিল।

Tags: