muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিশ্বের ভালো দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১তম

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বিশ্বের ভালো দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১তম। উন্নয়ন, সমতা, স্বাস্থ্য ও কল্যাণকামিতাকে বিবেচনায় নিয়ে ১৬২টি দেশ এ তালিকায় স্থান পেয়েছে। এছাড়া ‘ভালো দেশ’নির্ধারণে অন্যদেশের সঙ্গে সম্পর্ক ও পরিবেশের ক্ষতির বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

 

নীতি নির্ধারণী বিষয়ক উপদেষ্টা সিমন অ্যানহল্ট পরিচালিত প্রতিষ্ঠান এ তালিকা তৈরি  করেছে। এক বিবৃতিতে তিনি বলেছেনম ‘যে দেশটি সাফল্যজনকভাবে মানবতার জন্য অবদান রাখে সেটিই ভালো দেশ। এটি অবশ্যই তার নাগরিকদের স্বার্থের জন্য কাজ করবে। তবে এটি অন্যদেশের জনগণ ও প্রাকৃতিক সম্পদের ওপর আগ্রাসন চালাবে না- মানুষের টিকে থাকার জন্য এটাই নতুন আইন।’

Bangladesh_divisions_map

তালিকায় সবগুলো উপদান বিবেচনায় সবচেয়ে ভালো দেশ হিসেবে সুইডেনের নাম এসেছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক অবদানের ক্ষেত্রে এটি অষ্টম, সংস্কৃতিতে তৃতীয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ৫২তম, বৈশ্বিক জলবায়ুতে সপ্তম, উন্নয়ন ও সমতায় প্রথম এবং স্বাস্থ্য ও কল্যাণকামিতায় প্রথম স্থান অর্জন করেছে। অপরদিকে আইসল্যান্ড পৃথিবী ও জলবায়ু সুরক্ষায় অবদান রাখার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে। দেশটির কার্বন নিঃসরণের মাত্রাও সবচেয়ে কম।

 

সার্বিকভাবে ১২১তম অবস্থানে থাকা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক অবদানের ক্ষেত্রে ১১৯, সংস্কৃতিতে ১৪৭, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় ৫৯, বৈশ্বিক জলবায়ুতে ১৩২, উন্নয়ন ও সমতায় ১২৩ এবং স্বাস্থ্য ও কল্যাণকামিতায় ৯৪তম অবস্থানে রয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৬-২০১৬ইং/ অর্থ

Tags: