muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পার্কিংয়ে মশার লার্ভা, পেট্রোবাংলা ও টিসিবিকে ১০ লাখ টাকা জরিমানা

পার্কিংয়ে মশার লার্ভা, পেট্রোবাংলা ও টিসিবিকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থা দুটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ এই জরিমানা করেন।

জরিমানার পর মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি যে পেট্রোবাংলার যেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়, সেখানে নালার মধ্যে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখানে রীতিমতো এডিস মশার লার্ভার চাষ হচ্ছে। আজ যে পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হলো, সেই টাকা তাদের জরিমানা দিতে হতো না, যদি তারা ৫০০ টাকার ব্যবস্থা নিত।’

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা বিভিন্নভাবে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যার যার আশপাশের আঙিনা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, যদি পানি জমা হতে না দিই, তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।’

পরে টিসিবির প্রধান কার্যালয়ের ভূগর্ভস্থ পার্কিংয়ে অভিযান চালানো হয়। সেখানেও এডিস মশার লার্ভা পাওয়ায় সংস্থাটিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

Tags: