muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

১১০০ পরিবার ন্যায়বিচার চায়, কীভাবে জামিন দেই : প্রধান বিচারপতি

১১০০ পরিবার ন্যায়বিচার চায়, কীভাবে জামিন দেই : প্রধান বিচারপতি

'আমরা যখন বিচার করি তখন আমাদের ভাবতে হয় যে, ওই ঘটনায় মারা যাওয়া প্রায় ১ হাজার ১০০ মানুষের লাশ আমাদের সামনে। তাদের আত্মীয়-স্বজনরাও ন্যায়বিচার চান। তাই এখনই সোহেল রানাকে জামিন দিচ্ছি না।

সোমবার (১০ জুলাই) রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানার জামিন শুনানিতে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুনানির শুরুতে রানার আইনজীবী কামরুল ইসলাম রানার ১০ বছর কারাগারে থাকার কথা জানিয়ে ন্যায়বিচারের কথা বলে জামিন চান। তখন প্রধান বিচারপতি বলেন, 'আমরা যখন বিচার করি তখন আমাদের এভাবে ভাবতে হয় যে, এই ঘটনায় মারা যাওয়া প্রায় ১১০০ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনরা আরেক পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাইছেন।'

এরপরই প্রধান বিচারপতি বলেন, ‘আরও ছয় মাস থাকুক। এরপর দেখা যাবে।' একইসঙ্গে আপিল বিভাগ সোহেল রানার জামিন শুনানি ৬ মাসের জন্য মুলতবি করেন।

গত ৮ মে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেছিলেন আপিল বিভাগ।

৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ফলে রানার মুক্তিও স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১১০০ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

Tags: