muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ নানান রোগে ভুগে না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন (৭৬)। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি ছিলেন এবং সাবেক খাদ্য মন্ত্রী আবুল মোমেনের সহধর্মিণী।

ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১০টায় ধানমণ্ডির বায়তুল আমান মসজিদে জানাজা হবে প্রয়াত সংসদ সদস্যের। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মোহনগঞ্জের কাজিয়াটির গ্রামের বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, রেবেকা মমিন এমপির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন তিনি। তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

Tags: