নাগরিকদের তথ্যফাঁসের ঘটনায় সার্ভিস পার্টনারদেরম (সেবাদাতা অংশীদার) সার্বক্ষণিক নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত দেশ সেরা প্রতিষ্ঠানের প্রযুক্তিবিদদের সঙ্গে আয়োজিত বৈঠকে আসা পরামর্শের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল পারসনদের নিয়ে বসেছিলাম। তাদের মতামত, পরামর্শ নিয়েছি। আমরা এগুলো বাস্তবায়নের জন্য ১৭১টি পার্টনারের সঙ্গে কথা বলব। তখন আরও বেশি টেকনিক্যাল পারসনদের নিয়ে বসব।’
বৈঠকে পিরিয়ডিক্যাল অডিটের পরামর্শ এসেছে উল্লেখ করে হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের যে কাজগুলো সামনে রয়ে গেছে ফিজিক্যাল ও টেকনিক্যাল সিকিউরিটি বাড়াতে হবে। আমাদের এখান (এনআইডি সার্ভার) থেকে কোনো কিছু (তথ্যফাঁস) হয়নি।’
এনআইডির সার্ভারে কোনো ফাঁকফোকর আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো লুপহোল কোনও লুপহোলস (ফাঁকফোকর) এখন পর্যন্ত নেই। তবে আমাদের সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করতে হবে। আমরা যাতে পিরিওডিক্যাল অডিট করতে পারি, টেকনিক্যাল কমিটি মাঝে মাঝে বসে দেখতে পারে কোনো রকমের কোনো থ্রেট আছে কিনা। এবং আমাদের পার্টনারদেরকে যেন মনিটরিং করতে পারি, সে বিষয়ে তারা আমাদের সাজেশন দিয়েছে।’
এনআইডির সার্ভার হ্যাক হয়নি দাবি করে মহাপরিচালক বলেন, ‘আমি হ্যাক কথাটা বলিনি। কিছুটা লিকেজ হয়েছে। হ্যাক হলে ডাটা লস হওয়ার কথা। প্রযুক্তিবিদরা আমাদের ডিজাস্টার রিকভারি সিস্টেমের (ডিআরএস) কথা বলেছেন। বুধবার বিসিসির সঙ্গে আমরা চুক্তি করেছি। সেই চুক্তি অনুযায়ী আমাদের ডেটাগুলো আগামী মাস থেকে কালিয়াকৈর ডিআরএসে প্রিজারভেশনের জন্য চলে যাবে। এতে কোনো ডিজাস্টার হলে আমরা সেখান থেকে রিকভারি করতে পারব।’
সার্ভিস পার্টনার প্রতিষ্ঠান চুক্তি ভঙ্গ করলে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তি ভঙ্গ যেখানে হবে, আমরা ব্যবস্থা নেব]। আইনে বিধি-বিধান আছে, কমিশনের অনুমোদন নিয়ে ব্যবস্থা নেব।’
বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি, র্যাবের মহাপরিচালকের প্রতিনিধি, জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার জেনারেল, এনআইডি সার্ভারের ভেন্ডর প্রতিষ্ঠান টাইগার আইটির প্রধান, বুয়েট ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিনিধি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্বাহী পরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।