টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ধনবাড়ী থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক জামলাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি উপজেলার জামতলী এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকাশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়।