muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

সম্প্রতি স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যে সব রকম প্রস্তুতি সেরে নিয়েছে ক্লাবটি। ভক্তরা যখন তার অপেক্ষায় দিন গুনছেন, তখন ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলেন মেসি। তবে ভাগ্য সহায়ক হওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।

গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার ভোরে মিয়ামিতে এক ট্রাফিক সিগন্যালের সামনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারতেন মেসি। সিগন্যালে লাল বাতি জ্বলছিল। তবু মেসির গাড়ি সেই সংকেত না মেনে সামনে এগিয়ে যায়।

দায়িত্বরত পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গে ধরে ফেলে আর্জেন্টাইন তারকার গাড়ি। সিগন্যালের ওপাশের গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমানোয় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়ি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা নিশ্চিত করতে পারেনি গোল ডট কম।

এ ঘটনার একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে এফসিবি আলবিসেলেস্তে।

Tags: