muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড আটজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৮৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৭ জন। আর ঢাকার বাইরের বাসিন্দা ৭৪২ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৬৭ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৪৪১ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৪৪ জন।

Tags: