ভারতের এয়ার ইন্ডিয়া ফ্লাইটের একটি বিমানে বিস্ফোরণের ঘটনায় জরুরি অবতরণ করতে হয়েছে। তবে বিস্ফোরণটি ছিল একটি মোবাইল ফোনের ব্যাটারি। তবে এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ১৪০ জন যাত্রী নিয়ে উদয়পুর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানটি ছাড়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে বিমানের ভেতর এক যাত্রীর মোবাইল ফোনের ব্যাটারি ফেটে যায়। এরপর কালো ধোয়া ছড়িয়ে পড়লে সবার মধ্যে আতঙ্কের তৈরি হয়। ব্যাটারি ফেটে যাওয়ার কারণে বিমানে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা হতে পারত বলে দাবি কর্তৃপক্ষের।
বিমানের কর্মকর্তারা জানান, জরুরি অবতরণের পরেই যাত্রীদের নামিয়ে বিমান খালি করে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিশেষজ্ঞ কর্মীরা বিস্ফোরণের ফলে বিমানের ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখেন। অবতরণের এক ঘণ্টা পর আবার এআই৪৭০ ফ্লাইটটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বিস্ফোরণের ফলে যাত্রীরা কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।