muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন, ধর্মঘট প্রত্যাহার

সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিন, ধর্মঘট প্রত্যাহার

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মা ও নবজাতের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসকের জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

চিকিৎসকদের জামিন হওয়ায় গতকাল সোমবার থেকে চলা বেসরকারি হাসপাতালে চেম্বারে না বসার আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা। ফলে আজ বিকেল থেকেই প্রাইভেট চেম্বারে বসার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জনস বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য জানান।

খুরশিদ আলম বলেন, গ্রেপ্তার চিকিৎসকদের জামিন মেলায় স্ট্রাইক (ধর্মঘট) কর্মসূচি স্থগিত করা হলো। ফলে আজ বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও বেসরকারি হাসপাতালে অপারেশন চলবে।

গত ৯ জুন স্বাভাবিক উপায়ে সন্তান জন্ম দিতে কুমিল্লা থেকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে আসেন প্রসূতি মাহবুবা রহমান আঁখি। প্রতিষ্ঠানটির গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহার নিয়মিত রোগী ছিলেন তিনি।

তবে, স্বাভাবিক নয় অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন আঁখি। জন্মের পরই সংকটাপন্ন অবস্থা তৈরি হয় নবজাতক ও মায়ের। পরদিন নবজাতক মারা যায়। এর কয়েকদিন পর ১৮ জুন মা আঁখিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালটির একাধিক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন। পরে অস্ত্রোপচারে যুক্ত ওই হাসপাতালের দুই চিকিৎসক ডা. মুনা সাহা ও শাহজাদীকে গ্রেপ্তার করে পুলিশ। আরও এক চিকিৎসককে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

তবে এখনো ধরা-ছোঁয়ার বাইরের যে চিকিৎসকের প্ররোচনায় সেন্ট্রালে এসেছিলেন প্রসূতি আঁখি।

গ্রেপ্তার দুই চিকিৎসকই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাদের জামিন না মঞ্জুরে কারাগারে পাঠান আদালত। তাদের জামিন না দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছিলেন চিকিৎসকেরা।

এরপর কর্মবিরতি ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএম) নেতাদের সঙ্গে বৈঠক করে গাইনি ও প্রসূতি চিকিৎসকদের সংগঠন অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ (ওজিএসবি) চিকিৎসকদের সব সংগঠনই প্রাইভেট চেম্বার বন্ধ রাখা ও অস্ত্রোপচার থেকে বিরত থাকার আন্দোলনের ঘোষণা দেন। গতকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের আজ শেষ দিন।

অন্যদিকে, চিকিৎসকদের এ আন্দোলনের ফলে চরম বিপাকে পড়েছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া লাখ লাখ রোগী।

Tags: