muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

টাঙ্গাইলে জঙ্গলে পড়ে ছিল দুজনের রক্তাক্ত মরদেহ

টাঙ্গাইলে জঙ্গলে পড়ে ছিল দুজনের রক্তাক্ত মরদেহ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়কের পাশের জঙ্গল থেকে বিকাশ এজেন্টসহ দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বিকাশ এজেন্ট শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার মজনু মিয়া (৪৮)। ব্যক্তিরা তারা সম্পর্কে চাচা–ভাতিজা।

শাহজালালের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে উপজেলার হামিদপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে পাশের বাড়ির মজনুও ছিল। পথে কে বা কারা দুজনকে কুপিয়ে হত্যা করে মরদেহ সড়কে ফেলে যায়। সকালে আমরা বিষয়টি জানতে পারি।’

স্থানীয় ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সামাদ বলেন, ‘রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া গেছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই আছে। টাকা লুটের জন্য দুর্বৃত্তরা তাদের খুন করতে পারে বলে আমার ধারণা।’

ওসি রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত ও আসামিদের শনাক্ত করতে পিবিআই ও সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Tags: