muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পুলিশ সদর দফতর থেকে সারা দেশে পুলিশের কাছে সতর্কবার্তা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর পুলিশ সদর দফতর থেকে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

রোববার সকালে মোবাইল এসএমএসের মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে পুলিশ সুপারদের কাছে ওই সতর্কবার্তা পাঠানো হয়।

আজ সকাল ৭টার দিকে নগরের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

জঙ্গিবিরোধী অভিযানে এসপির সক্রিয় ভূমিকার কারণে তার স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনার পর সারা দেশের পুলিশের মধ্যেই এ নিয়ে আলোচনা চলছে। তবে তারা বলছেন, কোনো ধরনের হামলায় পুলিশকে দমাতে পারবে না অপরাধীরা।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এসএমএস পাওয়ার কথা স্বীকার করে কয়েকজন কর্মকর্তা বলেন, সকাল ৮টার পর এই এসএমএস পাঠানো হয়।

এতে চট্টগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সব ওসিকে আরও সতর্ক ও নজরদারি বাড়াতে বলা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দফতরের দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে তাদেরকে ভয়কে জয় করে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন বলেও জানান পুলিশ সুপারদের কয়েকজন।

পুলিশ কর্মকর্তারা বলেন, জঙ্গি হামলার আশংকা মাথায় রেখেই তারা এত দিন জঙ্গিদের ধরপাকড় করে আসছেন। কিন্তু জঙ্গিরা পুলিশের পরিবারকে বেছে নেবে, তারা এমনটা ধারণা করতে পারেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিদের ধারণা, পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের মনোবল ভেঙে যাবে। কিন্তু পুলিশের মনোবল ভাঙবে না।

Tags: