muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৪

আলজেরিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৪

আলজেরিয়ায় গতকাল বুধবার ভোরে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় তামানরাসেত প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও বাণিজ্যিক বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ১২ জন আহত হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স তাদের ফেসবুক পেজে জানায়, স্থানীয় সময় বুধবার ভোর ৪ টা ১৫ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে, এরপর কর্মকর্তারা সেখানে হাজির হয়েছেন।

সিভিল ডিফেন্স দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় মিডিয়ার পোস্ট করা ভিডিওতে দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। দেশটির সিভিল ডিফেন্স পুড়িয়ে যাওয়া দুই গাড়ির বিভিন্ন ছবিও শেয়ার করেছে।

Tags: