muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কক্সবাজারে হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

কক্সবাজারে হত্যা মামলায় ৮ জনের ফাঁসি

কক্সবাজারে হত্যা মামলায় আটজনের ফাঁসির আদেশ এবং একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় চারজনকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট শওকত বেলাল জানান, গত ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো. হোসেনের বাড়িতে তার মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা মো. হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

Tags: