muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

তারুণ্যের সমাবেশের অনুমতি পেল বিএনপি

তারুণ্যের সমাবেশের অনুমতি পেল বিএনপি

রাজধানীর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে ডিএমপি সদরদপ্তরের সামনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অনুমতি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

তিনি বলেন, দুই পক্ষ অর্থাৎ পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাবেশের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পুলিশ মৌখিকভাবে সমাবেশের অনুমতি দিয়েছে। আমরা পুলিশকে লিখিত আবেদন দিয়েছি। আগামী ২২ জুলাই শনিবার এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপির তিনটি সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং ছাত্রদলের সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ।

Tags: