কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় নামেন বরসহ যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর পৌরসভার ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে এক যুবক হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিকানা ভুলে বিয়ে বাড়িতে না গিয়ে ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিলেন। এসময় হেলিকপ্টারটি এক নজর দেখতে শিশু ও নারীসহ হাজারো মানুষ ভিড় করে। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর সঠিক ঠিকানায় যেতে হেলিকপ্টারটি আবার আকাশে উড়ে।
এ প্রসঙ্গে হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, স্থানীয় ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে বরযাত্রী নিয়ে ভুল করে হেলিকপ্টারটি অবতরণ করে। কিছুক্ষণ অবস্থানের পর সঠিক ঠিকানায় হেলিকপ্টারটি আবার চলে যায়।