muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

বাংলাদেশে ‘ফ্রি ইন্টারনেট’ নিয়ে জাকারবার্গের স্ট্যাটাস

Mark-Zuckerberg_STTS_1

ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের মাধ্যমে গত রোববার থেকে গ্রাহকদের জন্য বিনা খরচের ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি।
এর আওতায় কোনো ডাটা খরচ ছাড়াই ২৫টি ওয়েবসাইট দেখতে পারছেন না গ্রাহকরা। সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর, অনলাইন সংবাদপত্র ও আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।

এই সেবা নিয়ে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাত পৌনে ৩টার দিকে ফেইসবুকে নিজের পেইজে এক স্ট্যাটাস দেন জাকারবার্গ।

তিনি লিখেছেন, “আমরা বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট ওআরজি চালু করেছি! বিশ্বকে সংযুক্ত করার আরেকটি পদক্ষেপ এটি।

“বাংলাদেশে ১৭ কোটিরও বেশি মানুষ রয়েছে, কিন্তু এখানে ইন্টারনেট ব্যবহারকারী ১০ শতাংশের কম। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। ইন্টারনেট সংযোগ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য তথ্য এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ করে দেয় বলে এটা হয়।”

ইন্টারনেট সেবার মাধ্যমে বাংলাদেশে এক কোটির বেশি এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার সুযোগ তাদের রয়েছে বলে মন্তব্য করেছেন জাকারবার্গ।

ওই পোস্টে বাংলাদেশের ফটো সাংবাদিক জয়িতা রায়ের একটি ছবিও শেয়ার করেছেন জাকারবার্গ।

“এটি জয়িতার ছবি। বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি মোবাইল ফোন ব্যবহার করে চাকরি ও নিউজ অ্যাসাইনমেন্টের আপডেট নেন।”

কানেক্ট বাংলাদেশ ও কানেক্ট দ্য ওয়ার্ল্ড-দুটি হ্যাসট্যাগ ব্যবহার করে এ লেখাটি পোস্ট করেছেন ফেইসবুক প্রতিষ্ঠাতা।

Tags: