muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসের হেলপার ও সুপারভাইজারের। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

রোববার সকালে উপজেলার আহম্মদপুরে এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ও পাবনা থেকে আসা সিলেন্ডার বোঝাই ট্রাক উপজেলার আহম্মদপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।

Tags: