muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বাঁশখালী থেকে মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

বাঁশখালী থেকে মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

চট্টগ্রামের বাঁশখালী থেকে মদুনাঘাট হয়ে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। লাইনটির দৈর্ঘ্য ২৭৬ কিলোমিটার।

আজ মঙ্গলবার বিকেল ৫টা ১৬ মিনিটে মেঘনাঘাট প্রান্ত থেকে ৪০০ কেভি ভোল্টেজে লাইনটি চালু করা হয়। লাইনটি বাঁশখালীতে নির্মিতব্য এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে মদুনাঘাট হয়ে মেঘনাঘাটে নবনির্মিত ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্রে যুক্ত হয়েছে।

এর আগে গত রোববার মেঘনাঘাট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু করা হয়েছিল।

উভয় লাইন মিলে ঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি লাইনের মাধ্যমে যুক্ত হওয়ায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো পূর্বের তুলনায় শক্তিশালী হয়েছে। দীর্ঘতম এই ৪০০ কেভি লাইন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ‘ব্যাকবোন লাইন’ হিসেবে কাজ করবে।

Tags: