পূর্বঘোষিত মহাসমাবেশ আগামীকাল বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে।’
Tags: