muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শপথ নিলেন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

শপথ নিলেন সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৭ (রাজধানীর ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত) আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ গ্রহণ করেছেন।

বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই এই উপ নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। পরে মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের স্বাক্ষরে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। এর আগে গত ১৪ই মে ঢাকা-১৭ আসনের সাবেক সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়েছিল।

Tags: