muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশের কোচ হতে প্রস্তুত নন আকিব জাভেদ

ক্রিড়া ডেস্কঃ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছিলেন বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য পাকিস্তানের আকিব জাভেদকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামীকালকের মধ্যে আকিব জাভেদ বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বিসিবির। কিন্তু তার আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেস বোলার আকিব জাভেদ। করাচি ভিত্তিক একটি পত্রিকা ইন্টারন্যাশনাল দ্য নিউজকে তিনি জানিয়েছেন বাংলাদেশের কোচ হতে আগ্রহী নন।

বাংলাদেশের কোচ হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকে আমাকে বোলিং কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সময়-সুযোগ মিলছে না। আমি সম্প্রতি লাহোর কোয়ালান্দারে যোগ দিয়েছি। এই পর্যায়ে আমি দলটিকে ছেড়ে যেতে পারি না।’

২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন আকিব জাভেদ। তার অধীনে সংযুক্ত আরব আমিরাত দারুণ খেলে আসছিল। চলতি বছর এশিয়া কাপেও অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তবে এপ্রিলে দায়িত্ব ছেড়ে দেন পাকিস্তানের প্রাক্তন এ পেসার।
পাকিস্তান সুপার লিগের দল লাহোর কোয়ালান্দারের ক্রিকেট অপারেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযোদ্ধারকণ্ঠ ডটকম/ ০৬-০৬-২০১৬ ইং/ মোঃ হাছিবুর রহমান

Tags: