muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

আন্দামান দীপপুঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্দামান দীপপুঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার সকাল ৭টা ২৬ মিনিটে পোর্ট ব্লেয়ারের কাছে এই ভূমিকম্প আঘাত হানে।

এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

চলতি বছরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এটি তৃতীয় ভূমিকম্প। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিমি। সেই সময় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ভূমিকম্পের অবস্থান জানিয়ে টুইটও করা হয়েছিল।

চলতি বছরের মার্চে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলডি জানিয়েছিল ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।

উল্লেখ্য, গত বছরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৩.৮ থেকে ৫ মাত্রার ২২ টি ভূমিকম্প হয়েছিল।

Tags: