muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত

গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজ টঙ্গীতে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার করইকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে বকুল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা ধোনু মিয়া ছেলে সুবজ (৫০) ও আকন্দ মিয়ার ছেলে সুলতানা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ দিন ধরে ঝিনু মার্কেট এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন তারা। প্রতিদিনের মতো শনিবারও ড্রেন নির্মাণের জন্য মাটি কাটছিলেন শ্রমিকরা। এ সময় একটি বাড়ির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে গুরুতর আহত হন শ্রমিকরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিন শ্রমিককে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম তিন শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেছেন।

Tags: