muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাদারীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মাদারীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান

|শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ জনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির হাওলাদার (৬৫) দক্ষিণ জনারদন্দী এলাকার মৃত আলতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ জনারদন্দী এলাকার কবির হাওলাদারের সাথে তার আপন ছোট ভাই সবুর হাওলাদারের বিরোধ চলে আসছিলো। এর জেরে শনিবার বিকেলে কবির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সবুর হাওলাদার ও তার ছেলে আজলিন হাওলাদার (২০) এবং আসলাম হাওলাদার (১৮)। পরে স্থানীয়রা কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি এ ঘটনায় ছোট ভাই সবুর হাওলাদার ও তার পরিবারের লোকজন জড়িত আছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Tags: