কানাডার অ্যালবার্টায় ক্যালগেরি শহরের পশ্চিমে রকি পর্বতমালায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। খবর রয়টার্সের
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে ব্রিটিশ কলম্বিয়ার সালমন আর্মের উদ্দেশে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর ছেড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে পাঁচজন যাত্রী ও একজন পাইলট ছিলেন।
খবরে বলা হয়েছে, এরপর গতকাল শনিবার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে ক্যালগেরি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
আরসিএমপি পুলিশ সদস্য রায়াল সিঙ্গেলটোন জানান, বিমানের ৬ আরোহীই মারা গেছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। সেইসঙ্গে ঠিক কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তার কারণ জানানো হয়নি।
কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড এ বিমান দুর্ঘটনা তদন্ত করে দেখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।