muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

ঢাকায় ঢুকছিল ট্রাকভর্তি গাঁজা, ভৈরবে ধরা

ঢাকায় ঢুকছিল ট্রাকভর্তি গাঁজা, ভৈরবে ধরা

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকভর্তি ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার কল্পবাস গ্রামের ইউসুফ আলীর ছেলে আশিকুল ইসলাম (২৮) ও ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩১)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী মুক্তিযোদ্ধার কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১টি বান্ডিলে মোড়ানো ১০৩ কেজি গাঁজা, ২৯৮ বোতল ফেনসিডিল, নগদ ৫২০০ টাকা ও দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করে জব্দ করা হয়।

আটক দুজনকে মাদক কারবারি উল্লেখ করে তিনি আরও জানান, তারা মাদকের এই চালানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন যাবত তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tags: