মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নদীতে পরে শাকিব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাকিব (১১) উপজেলার কাই চান গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, সোমবার দুপুরে শাকিব বিরুনীয়া ইউনিয়নের পাচঁবাকা সুতিয়া নদীর পারে যায় তার বাবা ও চাচার সাথে। তার বাবা ও চাচারা তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে মাছ দরতে চলে যায়। মাছ ধরা শেষে শাকিবের বাবা বাড়ি ফিরে তার ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের সন্দেহ হয় শাকিব নদীতে পরতে পারে। তারা খুঁজে না পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে শাকিবের সন্ধান মেলেনি । পরে মঙ্গলবার ভোরে শাকিবের লাশ নদীতে ভেসে উঠে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, আমরা রাতে অনেক চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করতে পারিনি, সকালে নদীতে লাশ ভেসে উঠে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।