বেলারুশের সামরিক হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড৷ তবে সেই অভিযোগ অস্বীকার করেছে বেলারুশ। এমন পরিস্থিতিতে ন্যাটো সদস্য পোল্যান্ড ও রাশিয়া মিত্র বেলারুশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরোক্ষভাবে আবার মুখোমুখি অবস্থানে চলে এসেছে রাশিয়া ও ন্যাটো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিম ইউরোপের সামরিক জোট ন্যাটো রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে নানা রকম সহায়তা দিয়ে চললেও সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে পোল্যান্ড ও বেলারুশ সীমান্তে চলমান উত্তেজনা সেই পরিস্থিতিকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে।
পোল্যান্ডের অভিযোগ, বেলারুশের দুটি সামরিক হেলিকপ্টার সীমান্ত পেরিয়ে আকাশসীমা লঙ্ঘন করেছে৷ খুবই কম উচ্চতায় ওড়ার জন্য রাডারে সেগুলির উপস্থিতি ধরা পড়েনি৷ এমন পরিস্থিতিতে মঙ্গলবার পোল্যান্ড সীমান্তে বাড়তি সৈন্য ও সামরিক হেলিকপ্টার পাঠানোর ঘোষণা করেছে৷ ন্যাটোকেও এই পদক্ষেপের কথা জানানো হয়েছে৷
তবে বেলারুশ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে পোল্যান্ডের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে৷ সীমান্তে সৈন্যসংখ্যা বাড়ানোর ‘অজুহাত' হিসেবে এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি তাদের। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে বিদেশি ‘মনিব'-দের সঙ্গে কথা বলেই পোল্যান্ড অভিযোগ করেছে তার পক্ষে কোনো তথ্যও পেশ করা হয়নি৷
বেলারুশে রাশিয়ার ওয়াগনার বাহিনীর তৎপরতাও পোল্যান্ডের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে৷ পোল্যান্ড সীমান্তের কাছে তাদের উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে তুলছে৷ শনিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেয়ুশ মোরাভিয়েৎস্কি বলেন, প্রায় ১০০ ওয়াগনার যোদ্ধা পোলিশ সীমান্তের কাছে চলে আসায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে৷
অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো বলেছেন, ওয়াগনার বাহিনীকে নিয়ন্ত্রণে রাখার জন্য পোল্যান্ডের বরং কৃতজ্ঞ থাকা উচিত৷ গত মাসে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময়ে বলেন, কিছু ওয়াগনার যোদ্ধা সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ পর্যন্ত যেতে আগ্রহী৷