muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আকস্মিক ভাবে পিছিয়ে পড়ল গাজী-ভিক্টোরিয়ার মধ্যকার ম্যাচটি

ক্রিড়া ডেস্কঃ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় আবারও নাটক। রূপগঞ্জ ও ব্রাদার্সের ভেন্যু পাল্টানোর পর গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

 

অর্থাৎ বুধবারের ম্যাচটি হবে বৃহস্পতিবার। তবে দিনের অনান্য ম্যাচগুলোর সিডিউলে কোনো পরিবর্তন আনা হয়নি।

 

ম্যাচ পিছিয়ে দেওয়ার বিষয়টি দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। তবে কেউই ম্যাচ পিছিয়ে দেওয়ার কারণ জানাতে পারেননি। ভিক্টোরিয়ার হয়ে ১০ ম্যাচে ২১ উইকেট পাওয়া পেসার কামরুল ইসলাম রাব্বী রাইজিংবিডিকে বলেন, ‘ইফতারের আগে শুনলাম ম্যাচ আগামীকালের পরিবর্তে পরশু (বৃহস্পতিবার) হবে। তবে কী কারণে পরিবর্তন করা হয়েছে তা শুনিনি।’

 

গাজী গ্রুপের স্পিনার ইলিয়াস সানী বলেন, ‘আমাদের দলের হোয়াটস-অ্যাপে একটা গ্রুপ আছে। সেখানে দেখলাম স্যার (মোহাম্মদ সালাউদ্দিন) একটা পোস্ট দিল যে খেলা পিছিয়ে দেওয়া হয়েছে।’

 

প্রিমিয়ার লিগের সুপার লিগ এরই মধ্যে নিশ্চিত করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। শেষ ছয়ে জায়গা করে নিতে হলে অবশ্যই ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে জয় পেতে হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে।

 

এদিকে বৃষ্টি কারণে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে এমনটি ধারণা করছেন ভিক্টোরিয়ার কোচ ইমদাদুল বাশার রিপন। মুঠোফোনে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘আমাদেরকে জানানো হয়েছে যে ম্যাচ পিছিয়ে গেছে। তবে কী কারণে তা জানতে পারিনি। তবে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। হয়তো মাঠ ভেজাও থাকতে পারে এজন্য রিজার্ভ ডেতে ম্যাচ নিয়ে গেছে। তবে আমি এ কারণটি নিশ্চিত নই।’

 

Tags: