বরগুনায় গভীর রাতে শ্যলিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা করেছে মো. ইলিয়াস নামে এক যুবক। তাকে আটক করা হয়েছে। ইলিয়াসের বাড়ি জেলার খেজুর তলা আবাসনে।
শুক্রবার সকালে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ১৩ বছরের শিশু হাফিজুর এবং তিন বছরের শিশু তাইফা।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, গভীর রাতে শ্যালিকাকে ধর্ষণের উদ্দেশ্যে তার বাসায় যায় বড় বোনের জামাই মো. ইলিয়াস। এ সময় শ্যালিকা ধর্ষণে বাধা দিলে এলোপাথাড়ি কোপাতে থাকে ইলিয়াস। এতে শ্যালিকার মেয়ে তাইফা এবং প্রতিবেশী শিশু হাফিজুল নিহত হয়। আহত হয় ওই শ্যালিকা।
তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।