muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু

জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনার মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ভারতীয় তিন সেনার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্যমতে, কাশ্মিরের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিদের ধরতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় জঙ্গিরা গুলি করলে পাল্টা গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের গোলাগুলির পর তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: