muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

বৃষ্টি কবে কমতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে কমতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টি আগামী বুধবার থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, দেশের অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই সতর্কতা সংকেত আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Tags: