muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আ.লীগের সাথে একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে দেশকে এগিয়ে নিতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার জন্য প্রায় সময়েই আওয়ামী লীগ সরকারের সমালোচনা করলেও বুধবার রাজনীতিবিদ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে তার ইফতার পার্টিতে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এমন ইচ্ছা ব্যক্ত করেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ ইফতার পার্টি হয়।

 

ইফতারে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইপ আ স ম ফিরোজ।

 

প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখানে উপস্থিত হয়েছেন। ওনারা আসাতে অনুপ্রাণিত হয়েছি। আমরা সম্মিলিতভাবে দেশকে অনেক দূর এগিয়ে নিতে চাই।’

 

ইফতার পার্টিতে দাওয়াত দেওয়া হলেও বিএনপির কেউ এতে যোগ দেননি। তবে জোটের শরিক দল কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন। ইফতার পার্টিতে যোগ দেন বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

 

ইফতার পার্টিতে আরো যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট, বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুলাহ আল মুতাইরি, ইরানের রাষ্ট্রদূত আব্বাস বেইজিসহ প্রায় ২৫ দেশের রাষ্ট্রদূত।

 

ইফতার পার্টিতে জাতীয় পার্টি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, অ্ধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ।

 

ইফতারের আগে দেশ জাতি ও মুসলিম বিশ্বের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য কারী হাবিবুল্লাহ বেলালী মোনাজাত পরিচালনা করেন।

মোক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/ ০৯ -০৬-২০১৬ ইং/মো: হাছিবুর রহমান

Tags: