কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের ধনু নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যাক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আঙ্গুরকান্দা গ্রামের হাজী তারু মিয়ার ছেলে এরশাদ মিয়া(৫৬), একই ইউনিয়নের চামড়া গ্রামের ছালিম মিয়ার ছেলে সবুজ মিয়া(২৭), নিকলী উপজেলার দামপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে রোমান মিয়া(২০), ইটনা সদর ইউনিয়নের খালপাড় হাটি গ্রামের জিন্নত আলীর ছেলে সায়েদ মিয়া (৫৫)।
আজ ৯ আগষ্ট সকাল সাড়ে বারোটায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ইউএনও রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান এ দন্ডাদেশ প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান জানান, কিছু বালু ব্যবসায়ী ধনু নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘ দিন ধরে প্রশাসনের নির্দেশ অমান্য করে বালু উত্তোলন করে আসছিল। আজ সকালে মোবাইল কোর্টের অভিযানে বালু উত্তোলন অবস্থায় ৪ অভিযুক্ত কে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে প্রত্যেক অভিযুক্ত কে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরিবেশ ও নদী রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।